রাস্তার পাশ থেকে বৃদ্ধের গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৯ নভেম্বর: রাস্তার পাশে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের বাইগাছি মোড় এলাকায়।

সূত্রের খবর, গতকাল শান্তিপুর বাইগাছি মোড় থেকে হাসপাতালে যাওয়ার পথে এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে এলাকার সিভিক ভলেন্টিয়াররা খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ঐ বৃদ্ধের। মৃতের নাম প্রদীপ নন্দী।
মৃত বৃদ্ধের স্ত্রী ও কন্যার দাবি বৃদ্ধের ভাইপোই তাকে খুন করেছে। প্রসঙ্গত যেখান থেকে বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে সেখানেই বৃদ্ধের পৈত্রিক ভিটে। অভিযোগ তাঁর পৈতৃক ভিটা থেকে তাকে বিতারিত করে তার ভাইপো। স্থানীয়দের দাবি তারপর থেকেই প্রায়ই প্রদীপ বাবু মদ্যপ অবস্থায় নিজের পৈত্রিক ভিটেতে যেতেন ও কান্নাকাটি করতেন।
প্রদীপ বাবুর দিদি সুধারানী কর জানান, জুয়া খেলে মদ খেয়ে ও সর্বস্বান্ত হয়ে গেছিল। তখন ও আমার বড় ভাইয়ের কাছে বাড়ি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেছিল। বাড়ি বিক্রি করার কয়েক মাস পর থেকে প্রায়ই প্রদীপবাবু মদ্যপ অবস্থায় নিজের পৈত্রিক ভিটেতে গিয়ে নিজের বাড়ির দখল চাইতেন। কালকেও প্রদীপবাবু এসেছিলেন মদ্যপান করে পৈতৃক বাড়িতে। তারপর নিজেই রাস্তার ওপারের দোকান থেকে একটা ব্লেড কিনে গলায় চালিয়ে দেন বলে অভিযোগ। পরে সিভিক ভলান্টিয়ারদের সহায়তায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *