নীল বনিক, আমাদের ভারত, কলকাতা:
আগামী বৃহস্পতিবার কলকাতায় শুরু হচ্ছে রাজ্য বিজেপির কার্যকারিনী বৈঠক। ২০২১ এর রনকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। তারআগে পুরো রাজ্য দফতর স্যানিটাইজ করল রাজ্য বিজেপি।
১০ সেপ্টেম্বর সকালে শুরু হচ্ছে কার্যকারিনী বৈঠক। তার আগে বুধবার সকালে রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেন স্যানিটাইজ করা হল। কার্যকারিনী বৈঠক অবশ্য হবে সেন্ট্রাল অ্যাভিনিউতে মাহেশ্বরী সদনে। সেখানেও বিশেষ রাসায়নিক স্প্রে করে করোনা জীবানুমুক্ত করা হয়। দলের কার্যকারিনী বৈঠকে যোগদিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাদের অনেকেই সদর দফতরে আসবেন।
করোনার আবহে বৈঠক করলেও তাই সতর্ক রয়েছে রাজ্য বিজেপি। প্রথমেই করোনা ভাইরাসের শিকার হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। করোনার সংক্রমন হয় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের। তারপর থেকেই সতর্ক রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখেই কার্যকারিনী বৈঠক করতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য বিজেপি।