আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ ফেব্রুয়ারি: সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ পুলিশ আটকে দিল। বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘ আশ্রমের সামনে থেকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে এই পরিবর্তন যাত্রা হওয়ার কথা ছিল। তার আগেই বেলডাঙা থানার পুলিশ প্রশাসন পরিবর্তন যাত্রা আটকে দেয় বলে অভিযোগ। যার জেরে তীব্র বিতর্ক হয় বিজেপি দলীয় কর্মীদের সঙ্গে পুলিশ প্রশাসনের।
পুলিশ প্রশাসনের দাবি, অনুমতি পায়নি এই পরিবর্তন যাত্রা, তাই বিনা অনুমতিতে এই পরিবর্তন যাত্রা করতে পারবে না। অন্যদিকে দক্ষিণ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ বলেন, আমরা মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি কিন্তু বেলডাঙা থানার পুলিশ প্রশাসন কোনও রকম অনুমতি দেয়নি আমরা পরিবর্তন যাত্রা বের করতে গেলে তা বাধা দেওয়া হয়।

সোমবার সকাল থেকে এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। ইতি মধ্যেই হাইকোর্টের বিচারাধীন রয়েছে এই পরিবর্তন যাত্রা, কোথাও কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার দিকে প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে নদীয়া জেলা শেষ করে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করে বিজেপি পরিবর্তন যাত্রা। রবিবার রেজিনগর শেষ করে বেলডাঙায় এসে পৌঁছায়। বেলডাঙ্গা রাত্রি বাস করে সোমবার সকাল থেকে নওদা ও হরিহরপাড়া বিধানসভা পরিদর্শন করে বহরমপুর দশমুন্ডু কালীবাড়ি মাঠে জনসভা করার কথা, কিন্তু বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘ থেকে বের হতেই পুলিশ আটকে দেয় বলে অভিযোগ।


