মমতার রাজ্যে বিদ্যুৎ বিল মকুব নিয়ে মোদীর হস্তক্ষেপ চাইল বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ মে: মমতার রাজ্যে বিদ্যুতের বিলে ছাড় দেওয়া নিয়ে মোদীর দ্বারস্থ হল বিজেপি। দলের যুবমোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার বিদ্যুৎয়ের বিল মকুব নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, টানা লকডাউনে রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা খুব খারাপ। একমুঠো খাবার জোগাড় করতেই তাদের ঘুম ছুটছে। তারমধ্যে চড়া হারে বিদ্যুতের বিল নিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সৌরভ শিকদার বলেন, এরাজ্যের বিদ্যুতের দাম সবথেকে বেশি। লকডাউনে মিটারের রিডিং নেওয়া বন্ধ ছিল। এমন অবস্থায় মনগড়া বিদ্যুৎ বিল পাঠালে সমস্যায় পড়বেন গ্রাহকরা। তাই লকডাউন পর্বে বিদ্যুতের বিল মকুব নিয়ে সারাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে তাঁকে চিঠি দিলেন যুবমোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ শিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *