তৃণমূলের জাহাজ ডুবছে, বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন দখল করবে বিজেপি, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ ডিসেম্বর: পশ্চিমবঙ্গে কোনও উন্নয়ন হয় না। এবার বিধানসভা নির্বাচনে
২০০-র বেশি আসন দখল করবে বিজেপি। মঙ্গলবার বিকেলে বহরমপুরের পঞ্চাননতলা এলাকায় বিধানসভা
নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জীব বলিয়ান। তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, মুর্শিদাবাদ জেলা স্পর্শকাতর জেলা, আমাদের নজর দেশের সুরক্ষায়। রাজ্যে বিজেপি সরকারের প্রয়োজন, কারণ মুর্শিদাবাদ জেলা অতি স্পর্শকাতর এই জেলা দিয়ে চোরা চালান করা হয়। মুর্শিদাবাদ জেলাকে সুরক্ষা দিতে বিজেপি সরকারের প্রয়জন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন কোনও উন্নয়ন হয় না, কৃষকরা কোনও সুযোগ সুবিধা পান না।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তৃণমূলের জাহাজ ডুবছে, তাই কেউ যদি চায় এখনও ভারতীয় জনতা পার্টিতে আসতে পারেন। আগামী বিধানসভা নির্বাচনে আগে মুর্শিদাবাদ জেলার অনেক নেতা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন। তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২০০- র বেশি আসন দখল করবে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে আমরা সবাই কাজ করব এবং আমাদের বিশ্বাস বিধানসভা নির্বাচনে ভালো ফল করব। আমি ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রী আছি, দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের মতো কোনও জায়গা দেখিনি। এই রাজ্যে কোনও আইন ব্যবস্থা নেই, এর জবাব তৃণমূলকে দেওয়া হবে বিধানসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গে কোনও কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে কার্যকর করতে দেওয়া হয় না। তিনি বলেন, প্রতিটি রাজ্য থেকে বাজেটের আগে চিঠি দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনও চিঠি দেওয়া হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *