সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি: ফের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি, কাট আউট, ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে দেয় কিছু দুষ্কৃতী। এর প্রতিবাদে থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। মছলন্দপুর, গোবরডাঙ্গার পর এবার গাইঘাটায় একাধিকজায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি, কাট আউট, ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর প্রতিবাদে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার
সামনে বিক্ষোভ শুরু করল বনগাঁ সাংগঠনিক জেলার
বিজেপি যুব মোর্চার সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে গাইঘাটা
থানার সামনে যশোর রোডের পাশে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। তাদের অভিযোগ, তৃণমূল
আশ্রিত দুষ্কৃতীরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি, কাট আউট, ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে।ঘটনার পর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, দুষ্কৃতীদের যদি গ্রেফতার না করা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন শুরু করবে।
বিজেপি নেতা দেবদাস মণ্ডল, স্বপন মজুমদার বলেন, ৩০ জানুয়ারি গাইঘাটার
ঠাকুরনগরে আসার কথা
ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই কারণে গাইঘাটাজুড়ে
লাগানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীরকাট আউট, পোস্টার ও ব্যানার৷ গোবরডাঙ্গা সহ একাধিক
জায়গায় সেই পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগে ও দুষ্কৃতীদের গ্রেফতারের
দাবিতে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।
ঘন্টা দেড়েক অবস্থান বিক্ষোভ চলার পর একটি
প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে দেখা করেন ও বৈঠক
করেন।বৈঠক শেষে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতিমনস্পতি জানান, আলোচনা ফলস্বরূপ হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে দুষ্কৃতীদের গ্রেফতার ও বাকি কাট আউট ও ব্যানার রক্ষণাবেক্ষণের জন্য পুলিশি পাহারা আরও
আঁটোসাঁটো করবে বলে আশ্বাস দিয়েছে।সেই আশ্বাস পেয়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়।