পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি: অবাক কান্ড! ভোট না দিলেও ভোট পড়ল এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বালুরঘাটে। এলাকায় পৌঁছে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেবার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের খাদিমপুর হাইস্কুলের ৭৪ নম্বর বুথে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছুটে আসে নির্বাচনী আধিকারিকরা।
জানা গেছে, ওই ভোটারের নাম সুশীল বাস্কে। বাড়ি ২৪ নম্বর ওয়ার্ডের খাদিমপুর এলাকায়। শুধুমাত্র ওই একটি ঘটনাই নয়, ওই বুথে আরও ১ জন ভোটারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তুলেছে বিজেপি। যারা ভোট দিতে এসে দেখেছেন তাদের ভোট অনেক আগেই হয়ে গেছে। ভোটার নিজে ভোট না দিলেও, তার হয়েকে ভোট দিল ওই ওয়ার্ডে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে কি ওই বুথে ভৌতিক কোনও ব্যাপার ঘটেছে? যা এখনও পরিষ্কার নয়। তবে ইতিমধ্যে ওই ব্যক্তিকে টেন্ডার ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আধিকারিকরা।
এদিকে এমন খবর পেয়েই নিজের বাড়ি থেকে সামান্য দূরের ওই বুথে ছুটে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, যারা এই ঘটনা নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা দেবার অভিযোগ তুলেছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, বালুরঘাটে তারা স্বচ্ছ ভোট করাতে বদ্ধ পরিকর।

