জলমগ্ন হাবড়া, নিকাশি ব্যবস্থার দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১ নভেম্বর: টানা চার মাস ধরে জল কমছে না। ফলে কয়েকশো পরিবার এখনও জলবন্দি হয়ে রয়েছে। বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। রবিবার এর প্রতিবাদে উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় দ্রুত নিকাশি ব্যবস্থার দাবিতে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।  

অভিযোগ, গত কয়েকমাস ধরে বৃষ্টির জমা জলে আটকে রয়েছেন হাবড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা। সম্প্রতি ঘরের মধ্যে জমা জলে পড়ে মৃত্যু হয়েছে ছোট্ট এক শিশুর। তারপর টনক নড়েছিল প্রশাসনের। হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনবার ঘুরে গিয়েছেন দুর্গত এলাকায়। পৌর প্রশাসক নীলিমেশ দাসও ভেলায় চেপে এলাকা পরিদর্শন করেছেন। মন্ত্রীর নির্দেশে পাম্প চালিয়ে চলছে জল সরানোর কাজ। কিন্তু তা স্থায়ী সমাধান নয় বলে মত দুর্গত বাসিন্দাদের।

অবশেষে শনিবার কেএমডিএ’র চিফ ইঞ্জিনিয়ার শিশির বৈদ্যর নেতৃত্বে প্রতিনিধি দল দুর্গত এলাকা পরিদর্শনে আসেন। হাবড়া পৌর উত্তর মণ্ডলের সভাপতি ভাস্কর দাস বলেন, এই এলাকায় জল জমার পেছনে শাসক দলের নেতারা। আশপাশের নিচু জমি ভরাট করে তৃণমূল নেতরা জমি বিক্রি করেছে। এর ফলে এই এলাকায় জল বেরতে পাচ্ছে না। মানুষের এই ভোগান্তি যে জল সরালেই মিটবে তা নয়। প্রতিবছর বর্ষা হলে জলে আটকে পরবে এলাকার মানুষ। তিনি বলেন, হাবড়ার জমা জল সরানোর জন্য যে দুটো পাম্প ব্যাবহার করা হচ্ছে তা অধিকাংশ সময় বন্ধ থাকে। অবিলম্বে নিকাশি ব্যবস্থা করতে হবে। হাবড়া পৌরসভার প্রশাসক পারিষদ তারকনাথ দাস বলেন, ‘প্রাথমিকভাবে দুটো পাম্প হাউস তৈরি করে জল সরানোর পরিকল্পনা করা হয়েছে। একটা মাস্টারপ্ল্যানও করা হয়েছে।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *