অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ নভেম্বর: গতকাল আলিপুরদুয়ারে বিজেপির মিছিলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির ওপর হালায় দোষীদের শাস্তির দাবিতে ও বেলিয়াবেড়া মণ্ডলের বিজেপি কর্মীর নামে মিথ্যা কেস দিয়ে পুলিশের হেনস্থার প্রতিবাদে পেটবিন্ধতে মিছিল বিশাল মিছিল করল বেলিয়াবেড়া মন্ডলের বিজেপি কর্মীরা।শুক্রবার বিকেল গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধতে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে প্রতিবাদ মিছিল করল বিজেপি। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি চন্দনেশ্বর সেনগুপ্ত বলেন যেভাবে গোটা রাজ্যজুড়ে আমাদের রাজ্য সভাপতির উপর প্রতিনিয়ত হামলা চলছে ও বেলিয়াবেড়া মন্ডল ও রোহিনী মণ্ডলের বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে যে হারে পুলিশ কেস দিয়ে হেনস্থা করছে তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল ও পথসভা করলাম। এরপরে আমরা ২৪ তারিখ ডিএম অফিস ঘেরাও করব।