আমাদের ভারত, হুগলী, ২২ আগস্ট: দু’দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়ার পেয়ারাবাগান এলাকা। জমা জল না সরানোয় সেই জলে মাছ আর হাঁস ছেড়ে অভিনব প্রতিবাদ জানাল বিজেপি।
জি টি রোড এর রবীন্দ্র নগর মোড় থেকে হাসপাতাল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা জলে ডুবে রয়েছে। কোথাও আবার এক হাঁটু জল। দীর্ঘদিন ধরেই এই রাস্তায় খানাখন্দ হয়েছিল। বৃষ্টিতে তা জলাশয় এর রূপ নেয়। এরই প্রতিবাদে বিজেপির নেতৃত্বে এদিন রাস্তার সেই জলাশয়ে মাছ ও হাঁস ছেড়ে বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ, এলাকায় বড় বড় বহুতল হওয়ার কারনে ভাঙ্গছে রাস্তাটি। অবিলম্বে রাস্তা সারানোর দাবি জানানো হয় তাদের তরফে।
হুগলীর বিজেপি নেতা সুবীর নাগ এর অভিযোগ, এই এলাকার স্থানীয় তৃণমূল নেতারা প্রমোটারি ব্যবসার সাথে জড়িত। তাদের মদতেই এলাকার জমি দখল হয়ে গজিয়ে উঠছে বহুতল। রাস্তা দিয়ে ভাড়ি ভাড়ি গাড়িতে অনবরত পাথর, বালি নিয়ে যাওয়ার ফলে রাস্তা ভাঙ্গছে। অথচ পুরসভায় প্রশাসক নিয়োগ হওয়ার পর থেকে কাটমানি না আসার কারনে রাস্তা তৈরীতে কোনও উদ্যোগ নেই তাদের।