মদ্যপান কমাতে সংসদে জাতীয় নীতির দাবি জানালেন বিজেপি সাংসদ

আমাদের ভারত, ১৬ মার্চ:মদ্যপান কমানোর উপর নজর দেওয়া দরকার দেশে। আর তার জন্য সঠিক নীতি নির্ধারণের প্রয়োজন। এমনটাই মনে করেছেন নাগপুরের বিজেপি সাংসদ বিকাশ মহাত্মা।

বুধবার রাজ্যসভায় জিরো আওয়ার এই বিষয়টি উত্থাপন করেন তিনি। তাঁর দাবি, দেশে মদ্যপান কমানোর জন্য জাতীয় নীতির প্রয়োজন রয়েছে। বিহার, মিজোরাম, গুজরাট, নাগাল্যান্ডের মতো চার রাজ্যে এখনও পর্যন্ত মদ পুরোপুরি নিষিদ্ধ। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপেও মদ বিক্রি ও মদ্যপানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু মদ্যপান কমানোর বিষয়ে যাতে গোটা দেশের জন্য একটি নীতি নির্ধারণ করা হয় বুধবার সেই আর্জি জানান নাগপুরের বিজেপি সাংসদ।

এর আগে ২০২০ ফেব্রুয়ারিতেও বিজেপির এই সাংসদ কোভিড নিয়ে আগাম সর্তকতা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিকাশ মহাত্মা একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। সামাজিক কাজের সঙ্গে তিনি জড়িত। পদ্মশ্রীও’ পেয়েছেন। ২০১৬-তে রাজ্যসভার বিজেপি সাংসদ হিসেবে মনোনীত হন তিনি। ধানগড় সম্প্রদায়ের এই সাংসদ উপজাতি এবং মহারাষ্ট্রের ধানগড় সম্প্রদায়ের জন্য প্রচুর কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *