নীল বনিক, আমাদের ভারত, ১০ মে: পুলিশের বাধা এড়িয়েই রবিবার অামডাঙায় ত্রাণ বিলি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আজ প্রায় ৬০০ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ত্রাণ বিলিতে কোনও বাধা থাকা উচিৎ নয়।
এর আগে লকডাউনে ত্রাণ বিলি করতে যাওয়ার সময় ১৬ জুন পুলিশের বাধার মুখে পড়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। অামডাঙা থানার আপত্তিতে ত্রাণ বিলি না করেই ফিরতে হয়েছিল অর্জুন সিংকে। সেদিন অর্জুন সিং আমাডাঙা থানার মরিচা অঞ্চল ও আদহাটার অঞ্চলের মানুষকে কথা দিয়েছিলেন সকলের ঘরে ত্রাণ পৌছবে। সেইকথা রাখলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।
আজ দলের যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষকে সঙ্গে নিয়ে আমডাঙায় আসেন। তারপর হেঁটে মরিচা, আদহাটর মানুষের মধ্যে ত্রাণবিলি করলেন অর্জুন সিংহ। প্রায় ৬০০ জন মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিলি করলেন তিনি। রাস্তার দু’ধারে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সাধারন মানুষ অর্জুন সিংয়ের কাছ থেকে ত্রাণ নিলেন। ত্রাণবিলি করার পর
অর্জুন সিংহ বলেন, “আমাকে একসময়ে এখানে ত্রাণবিলিতে বাধা দিয়েছিল পুলিশ। তবে আজ ত্রাণবিলি করার সময় পুলিশ কিছুই বলেনি। বিজেপি কর্মীরা সামাজিক দূরত্ব মেনেই ত্রাণবিলি করছেন। ত্রাণবিলিতে কোনও বাধা থাকা উচিত নয়।” রাজ্য যুব যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষ বলেন, আমরা কথা দিয়েছিলাম। এই এলাকাতেই ত্রাণবিলি করবো। বিজেপির ত্রাণবিলিতে বাধার পর মানুষের মনে তৃণমূল সম্পর্কে খারাপ ধারনা হয়েছিল। সেইধারনা আর যাতে খারাপ না হয় তারজন্যই এদিন সাংসদের ত্রাণবিলি কর্মসূচিতে বাধা দেয়নি বলে জানান তাপস ঘোষ।