আমাদের ভারত, বিষ্ণুপুর, ৮ সেপ্টেম্বর: বাড়িতে ঢুকে বিজেপি নেত্রীর মাথায় গুলি চালাল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। আক্রান্ত ওই বিজেপি মহিলা মোর্চার নেত্রীকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের কুলেরদারি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরের বাসিন্দা রাধারানী ওই এলাকার বুথ কমিটিতে হিসাব রক্ষকের দায়িত্বে রয়েছেন। তাঁর স্বামী অরুন নদকরও বুথ কমিটিতে রয়েছেন। রাধারানী এবং তাঁর স্বামী দুজনেই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। অরুণ নস্কর বুথ সভাপতি এবং স্ত্রী রাধারানী নস্কর হিসাব রক্ষক।
সূত্রের খবর, সোমবার সকাল ১১ টা নাগাদ পঞ্চানন নস্করের নেতৃত্বে একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। তারাই রাধারাণীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁর স্বামীর খোঁজ করছিল। স্ত্রী বলতে অস্বীকার করায় তাঁকে মারধর করে বলে অভিযোগ। রাগে দুষ্কৃতীদের দিকে ঝাঁটা ছুড়ে মারেন রাধারাণী। এতেই ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতিরা গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথার বাম দিকে গুলি লাগে। তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপি করার জন্যই এই হামলা চালিয়েছে তৃণমূলীরা বলে অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার সঙ্গে তৃণমূলে যোগ নেই বলে দাবি তুলেছেন তাঁরা। ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ, দুষ্কৃতীদের খোঁজ চলছে।