স্যানিটাইজার, গ্লাভস সহ একাধিক চিকিৎসার সামগ্রী বনগাঁ হাসপাতাল সুপারের হাতে তুলে দিলেন বিজেপি নেতা দেবদাস

সায়ন ঘোষ, উত্তর ২৪ পরগনা, ৩০ মার্চ: করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলকে গৃহবন্দি থাকার আবেদন জানিয়েছেন তিনি। এই ঘরবন্দি অবস্থাতেও নেতা-কর্মীদের দলের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব। সেই নির্দশে মেনেই সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে বিজেপি নেতা দেবদাস মণ্ডল তার নিজের উদ্যোগে স্যানিটাইজার, গ্লাভস, সহ মাস্ক তুলে দিলেন হাসপাতালের সুপারের হাতে।

বনগাঁ হাসপাতালে করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীদের কোনও রকম নিরাপত্তা চোখে পড়ে না। যারা হাসপাতালে রক্ত নিচ্ছে তাদের হাতে কোনও গ্লাভস থাকে না। এছাড়া নার্স থেকে শুরু করে আয়া বা অন্যান্য কর্মীদের প্রতিদিন মাস্ক পাল্টাতে দেখা যায় না। সেই সব হাসপাতাল কর্মীদের কথা মাথায় রেখে বিজেপি নেতা দেবদাস মণ্ডল নিজের উদ্যোগে এদিন ১১ টা নাগাদ হাসপাতাল সুপারের হাতে এই সমস্ত সামগ্রি তুলে দেন।

বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মন্ডল বলেন, যারা আমাদের জীবন বাঁচাতে নিজেদের জীবন বাজি রেখে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন তাদের কথা মাথায় রেখে বনগাঁ মহকুমা হাসপাতালে সুপারের হাতে তুলে দিলাম মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল সুপার, চিকিৎসক সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *