থানার ওসি এবং পুলিশ কর্মীদের উর্দি খুলিয়ে রাস্তায় ফেলে পেটানোর নিদান বিজেপির নেতার

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৯ সেপ্টেম্বর: থানার ওসি এবং পুলিশ কর্মীদের উর্দি খুলিয়ে রাস্তায় ফেলে পেটানোর নিদান দিলেন বিজেপির নেতা। শুক্রবার বীরভূমের ময়ূরেশ্বর থানায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনই নিদান দেন ওই বিজেপি নেতা।

বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার ময়ূরেশ্বর থানা ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। সেই কর্মসূচিতে বিজেপির মযয়ূরেশ্বর -১ মণ্ডলের সভাপতি শ্যামল মুখোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ান। তিনি বলেন, “এই ময়ূরেশ্বর থানার ওসি যদি দাদাগিরি করে, তাহলে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় উত্তর দিতে হবে। এখানকার ওসি ও পুলিশদের সেই ভাষায় উত্তর দিতে হবে। ময়ূরেশ্বর এলাকায় এই ময়ূরেশ্বর থানার ওসি যদি দাদাগিরি করতে যায় তাহলে ওসি ও পুলিশদের উর্দি খুলিয়ে রাস্তায় ফেলে পেটাতে হবে”।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ এলাকার বিজেপির কর্মী ও সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *