স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ অক্টোবর: এক তরুণীর মাথায় পিস্তল ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের ছোট চাঁদঘর এলাকায়। আজ শনিবার এই ঘটনায় মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় টোটো করে কুলগাছিতে দাদুর বাড়ি যাচ্ছিল ওই তরুণী। তার সঙ্গে আরও দুজন ছিল। সেই সময় তৃণমূল নেতা আফতাব হোসেনের ছেলে সুজাউদ্দিন ও তার দুই বন্ধু মিঠুন শেখ, ভাসু একটা মোটর বাইকে করে এসে তাঁদের টোটো আটকায়। তারপর টোটো চালককে ধারালো অস্ত্র দেখিয়ে ওই তরুণীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে পাশের এক পেয়ারা বাগানে নিয়ে যায়। তরুণীর অভিযোগ, এরপর তিন যুবক তাকে পর পর ধর্ষণ করে। টোটো চালক তরুণীর পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়। পরিবারের তরফ থেকে শুক্রবার সকালে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকি দু’জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
আজ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল নির্যাতিতার বাড়ি এসেছিলেন তার খোঁজখবর নিতে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, হাথরাসের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন কাঁদে। তিনি কলকাতায় মিছিল করেন। নেতাদের নির্দেশ দেন সেখানে যাবার জন্য। কিন্তু তার রাজ্যে যখন মাথায় পিস্তল ঠেকিয়ে তরুণীকে গণধর্ষণ করা হচ্ছে তখন তিনি চুপ কেন?
এরপর তিনি কটাক্ষ করে বলেন, যে রাজ্যে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতীর পুজো করা হয় সেই রাজ্যের মহিলাদের কোনও সুরক্ষা নেই। প্রতিনিয়ত মহিলারা ধর্ষিতা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছেন। কারণ তিনি নিজেই পুলিশ মন্ত্রী। এরপর তিনি এক ধাপ এগিয়ে বলেন,”টাটারা চলে যাবার পর এখানে নতুন করে কোন শিল্প হয়নি। কিন্তু ধর্ষণের কারখানা তৈরি হয়েছে আর মুখ্যমন্ত্রী ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছেন”।
এই প্রসঙ্গে তিনি জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনা তুলে ধরে বলেন, কিছুদিন আগে এক সংখ্যালঘু কিশোরীকে গণধর্ষণ করে তার সারা শরীরে নীলরং মাখিয়ে তাকে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছিল তার জন্য মুখ্যমন্ত্রীর মন কাঁদেনি। এরপর একই জায়গায় গণধর্ষণে দুই বোন বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, তখনও মুখ্যমন্ত্রীর মনপ্রাণ কোনোটাই কাঁদেনি। আর আজকে যখন তাঁর দলের নেতার ছেলের বিরুদ্ধে তরুণীর মাথায় পিস্তল ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তখনও তিনি চুপ।