নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ আগস্ট: পুজোর পরেই বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী কমিটি তৈরি করবে রাজ্য বিজেপি। নির্বাচনী কমিটি তৈরি করতে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করেছেন এরাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আলোচনা হচ্ছে দিল্লির নির্দেশে। আলাদা ভাবে তৈরি হবে প্রার্থী বাছাই কমিটি।
দিল্লির নির্দেশে মিশন ২০২১ এর সব রকম প্রস্তুুতি পুজোর পরেই শুরু করে দিতে চায় বিজেপি। সেই মত দেরি না করে বিধানসভার লড়াই অক্টোবরের শেষেই শুরু করার প্রস্তুতি নিয়ে তা দিল্লিকে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।
আসন্ন বিধানসভা ভোটের নির্বাচনী কমিটি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন রাজ্যের পর্যবেক্ষক। কলকাতার জন্য আলাদা একটি কমিটি গঠন করার কথা ভেবেছে দিল্লি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলের জন্য আলাদা আলাদা নির্বাচনী কমিটি গঠন করবেন দিল্লির কেন্দ্রীয় নেতারা। তবে এই কমিটি শুধু ভোটের রনকৌশল ও প্রচারের দায়িত্বে থাকবে। প্রার্থী ঠিক করার কোনও ক্ষমতা এই নির্বাচনী কমিটির হাতে দিচ্ছেন না দিল্লির কেন্দ্রীয় নেতারা। কিন্তুু প্রার্থী ঠিক করার আগে কমিটির থেকে মতামত নেওয়া হবে বলে দলীয় সূত্রের খবর। চলতি সপ্তাহে রাজ্য বিজেপি নেতাদের নির্বাচনী কমিটি গঠন করার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

