“জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে ওরা নোংরা রাজনীতি করছে বিজেপি”, মালদায় বললেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, মালদা, ১০ ফেব্রুয়ারি: মালদায় এত মানুষের জনসমাগম হয়, অথচ ভোট আসলে অঙ্কটা অন্যরকম হয়ে যায়। লোকসভাতেও শূন্য আর বিধানসভাতে মালদায় একইরকম। এবার আর শুন্য হাতে ফিরতে চাই না। এতদিন কংগ্রেস, বিজেপিকে ফজলি আম খাইয়েছেন। এবার আমাকেও দুটো ফজলি আম খাওয়ান। মালদার জনসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে বিজেপির রথযাত্রা নিয়ে কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন এলেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা সাজতে চাইছে বিজিপি। বিজেপিকে প্রত্যাখান করবে বাংলার মানুষ। বুধবার মালদা জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন মাঠে তৃণমূলের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হয় দুপুর একটা থেকে। মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল দুপুর তিনটেয়। কিন্তু দুপুর আড়াইটে নাগাদ মঞ্চে হাজির হন তিনি। পাশের মাঠে তৈরি করা হয়েছিল হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে প্রায় ৪০০ মিটার হেঁটে মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী। তার আগে মঞ্চে হাজির ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ জেলার প্রথম সারির নেতানেত্রীরা। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর সহ দলনেতা কৃষ্ণেন্দু চৌধুরী, নিহার ঘোষ, বাবলা সরকার, জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপির মতো মিথ্যাবাদী কেউ নেই। ওরা দাঙ্গা লাগায়। আজ উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাবের চাষিরা কাঁদছে। বাংলা চাষিদের চোখে জল নেই। কারণ, এই রাজ্যে বিজেপি সরকার নেই। চাষিদের জন্য আমরা কৃষক বন্ধু যোজনা চালু করেছি। যাতে করে ছয় হাজার টাকা করে পাবেন চাষিরা। কৃষকদের নিয়ে বিজেপি মিথ্যা কথা বলছে। ওদের কাছে কি তথ্য নেই? আসলে মিথ্যা কথা বলাটাই ওদের কাজ। বিজেপির রথযাত্রা নিয়ে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে ওরা নোংরা রাজনীতি করছে। আমরা জগন্নাথের রথকে প্রণাম জানাই। আমরা এরকম রাজনীতি করি না। এখন এরা রথকে নিয়ে কেউ জগন্নাথ, কেউ বলরাম আবার কেউ শ্রীকৃষ্ণ সাজছেন। মনে রাখবেন এই রথে করে সীতা হরণ করেছিল রাবন। আমরা মনে করি হিন্দু, মুসলিম, খৃষ্টান, শিখ সহ বিভিন্ন ধর্মের মানুষরা তাদের মতো চলবেন। বিজেপি মানেই দাঙ্গা। আর এই দাঙ্গার উস্কানি দেওয়াই হচ্ছে ওদের আসল কাজ। বাংলায় ওরা নিয়মিত আসছেন। গায়ের জোরে মমতাকে হারাতে চান। বাংলায় মমতা একা নয়।। মমতার সাথে মানুষ আছে। বিজেপি ক্ষমতায় এলে এনআরসি এবং সিএএ করবে। ওরা ভোট ভাগাভাগি করে ক্ষমতায় আসতে চাইছে। এটা হতে দেবেন না।

তিনি বলেন, ২০২১- এর বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে আসব। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মালদায় আমি আজ থেকে আসছি না, বরকতদার সময় থেকেই যখন যুব কংগ্রেস করতাম, তখন থেকে আসছি। এই জেলায় উন্নয়নে তৃণমূল সরকার অনেক কাজ করেছে। উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ভুতনি সেতু তৈরি করেছি। মালদা – বালুরঘাট ট্রেন চালু করা হয়েছে। কিন্তু মালদা নিয়ে আমার অনেক দুঃখ এবং বেদনা রয়েছে। এই সরকার সকলের জন্য কাজ করছে। ১৮ বছর বয়সে যদি কেউ বিধবা হন, তাহলে পেনশন পাবে। বাজেটে এই সুবিধা করে দিয়েছি। এরকম সুবিধা অন্য কোনও রাজ্যে নেই। স্কুল পড়ুয়াদের জন্য ট্যাব কেনার ক্ষেত্রে এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার জনগণের সরকার।

এদিনের সভা শেষ হতেই মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে আবার বলেন, মালদায় ফজলি আম এবারে আমাকে খাওয়াবেন তো। বিজেপি কংগ্রেসকে তো অনেক খাইয়েছেন। এবার দুটো ফজলি আম আর আমসক্ত আমাকেও খাওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *