নীল বনিক, আমাদের ভারত, ২৪ এপ্রিল: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তৃণমূলের বিরুদ্ধে নামবে রাজ্য বিজেপি। বর্তমান সময়ে দলের সাংগঠনিক কার্যকলাপ একেবারে থমকে রয়েছে। কিন্তুু বিজেপি নেতারা মনে করছেন করোনার সময় রাজ্যের শাসক দল বিজেপির হাতে বেশকিছু অস্ত্র তুল দিয়েছে।
দলের সাংসদের ত্রাণ বিলি আটকাতে পুলিশকে লেলিয়ে দেওয়া বিজেপির পক্ষেই যাবে। লকডাউনের পরে এই ইস্যুতে রাস্তায় নেমে জোরাল প্রতিবাদ করবে। এছাড়াও রেশন কেলেঙ্কারি নিয়ে ব্লকে ব্লকে আন্দোলন করবে যুবমোর্চা।
রাজ্যের বেশকিছু জায়গায় রেশন কেলেঙ্কারির কথা রাজ্য সরকারও মেনে নিয়েছেন। খাদ্যসচিবকে সরালেও রেশন কেলেঙ্কারির প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য সরকার সেভাবে কোনও ব্যবস্থা নেয়নি। মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতেও বিজেপি আন্দোলনে নামবে।
এছাড়া বিজেপি নেতারা মনে করছেন পরিয়ায়ী শ্রমিকরা অনেকেই বাংলায় ফিরেছেন। কাজ হারানো সেই সব শ্রমিকদের জন্য রেশনের দাবিতেও আন্দোলনে নামবে রাজ্য যুবমোর্চা। এছাড়া রেশনের জন্য রাজ্যের কোথাও আন্দোলন হলে বিজেপি তাকে সমর্থন করবে। মোটের উপর লকডাউন মিটলেই রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে বিজেপি পরিকল্পনা শুরু করেদিয়েছে বলে সূত্রের খবর।