আমাদের ভারত, নন্দীগ্রাম, ৮ জানুয়ারি: শুভেন্দুর উপস্থিতিতে আজ নন্দীগ্রামে বিজেপির সভা। গতকাল তৃণমূলের কর্মিসভা ছিল সীতানন্দ কলেজ মাঠে। তারই পাল্টা সভা আজ নন্দীগ্রাম স্টেট ব্যাংকের উল্টোদিকের মাঠে।
শহীদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে সভা করবেন বলে জানিয়েছিলেন। তার পাল্টা সভা করার কথা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তারপরের দিন তিনি সভা করে তার উত্তর দেবেন সেই মতই আজ তিনি সভা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নন্দীগ্রামে এর সভা স্থগিত রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের সভায় না আসলেও তৃণমূল নিয়ম রক্ষার্থে গতকাল সুব্রত বক্সীর উপস্থিতিতে কলেজ মাঠে সভা করেছে। আর আজ বিজেপি নন্দীগ্রামে সভা করছে।
জনসভা না করে কর্মিসভা করলেও গতকাল তৃণমূলের সভায় সেভাবে লোকজন আসেনি। নন্দীগ্রামের বাইরে থেকে বাসে ও বিভিন্ন ছোট বড় গাড়ি করে লোক এনেও পুরো মাঠ ভরাতে পারেনি তৃণমূল। তবে বক্তারা প্রায় সবাই বিজেপি সহ শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। নাম না করে শুভেন্দু অধিকারীকে মীরজাফর, গদ্দার সহ বিভিন্ন ভাষায় কটূক্তি করেছেন প্রত্যেক তৃণমূল নেতা।

আজ বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী তার কী জবাব দেন সেটাই এখন দেখার। শুভেন্দু ছাড়াও নন্দীগ্রামে আজকের সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও আসছেন। সব মিলিয়ে এক ঐতিহাসিক সভা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই সভায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন।

