জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ আগস্ট:
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বাজারে চারটি মন্দিরে রামের পূজা করলেন বিজেপি কর্মীরা। গোপীবল্লভপুর ও সংলগ্ন এলাকায় রামের ধ্বজা লাগানো বাইক মিছিল করার পর নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে মন্দিরের সামনে রামের ধ্বজা উত্তোলন করেন।

এ দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ। তিনি জানান, রাম ভক্ত গ্রামবাসীদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভূমি পূজাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কোনো ঘাটতি ছিল না বলে অবনীবাবু জানিয়েছেন।


