নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ডিসেম্বর:
রাজ্যের শাসকদলের ৫০ জন বিধায়ককে নিয়ে এবার সরকার ভাঙ্গার নীল নকশা শুরু করেছে বিজেপি। এই ৫০ জন বিধায়কের মধ্যে সিংহভাগ বিধায়ক শুভেন্দু অনুগামী। কয়েক দিনের মধ্যেই তৃণমূল ছেড়ে এই বিধায়করা বিজেপিতে যেতে পারেন বলে দলীয় সূত্রে খবর। শুধু বিধায়ক নন তালিকায় রয়েছেন রাজ্যের শাসকদলের ৯-জন সাংসদ। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলতে শুরু করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ডিসেম্বর মাসের শেষের দিকেই তৃণমূল বিধায়কদের গেরুয়া পতাকা তুলে দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর।
যদিও ৫০ জন বিধায়ক দল ছাড়লে এই মুহূর্তে সরকার ভাঙবে না। রাজ্যের শাসক দলের হাতে প্রায় ২০০ জনের কাছাকাছি বিধায়ক রয়েছে। কিন্তু তৃণমূল নেতৃত্ব মনে করছেন একবারে ৫০-জন বিধায়ক দল ছাড়লে সেই চাপ নিতে পারবে না দলের অনেক বিধায়ক। তারাও শেষে বিজেপি মুখী হবে বলে মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বিজেপির এই নীল নকশা সফল করতেই ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়। তৃণমূলের দুই প্রাক্তনী বিধায়কদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন। তার মধ্যে প্রায় ৪০ জন বিধায়ক দল ছাড়তে রাজি হয়ে গিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। খুব শিঘ্রই এই বিধায়কদের রাজ্যের বাইরে নিয়ে গিয়ে একত্রে রাখার পরিকল্পনা তৈরি করে ফেলেছে বিজেপি। শুধু সময়ের অপেক্ষা সেই পরিকল্পনা বাস্তবায়িত করা।
প্রসঙ্গত, মুকুল রায় থেকে সায়ন্তন বসু কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমের কাছে তারা বিবৃতি দিচ্ছেন ২০২১ পর্যন্ত সরকার গড়াবে না। তার আগেই সরকার ভাঙবে বলে বার বার দাবি করছিলেন মুকুল রায়। তাদের দাবি কতটা ঠিক ছিল তা ডিসেম্বরের শেষেই রাজ্যবাসী দেখতে পাবে বলে জানাচ্ছেন বিজেপির একাংশ।