সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ জুলাই: মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার কৃষ্ণনগরের তৃণমূ সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বনগাঁ থানা অভিযোগ দায়ের করলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবিতে শনিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অশোকবাবুর অভিযোগ, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র মা কালী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তা হিন্দু ভাবাবেগকে আঘাত দিয়েছে। তিনি বলেন, মহুয়া মৈত্র যে অশ্লীল ভাষায় মাকালী ঠাকুর সম্পর্কে মন্তব্য করেছে তার প্রতিবাদের বনগাঁ থানায় তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছি। শুধুতাই নয়, আগামী দিনেও যাতে কোনও নেতা মন্ত্রী এমনভাবে হিন্দুদের ধর্মে আঘাত না করে সেদিকেও নজর রাখতে হবে।
পাল্টা এই বিষয়ে গোপাল শেঠ বলেন, যারা অভিযোগ করছে তারা নিজেরাই মায়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করছেন। যারা একজন নারীকে সম্মান করতে পারে না, তারা লোক দেখানোর জন্য থানায় অভিযোগ করছেন।

