পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি: রাজ্যজুড়ে ভোট লুট, মহিলাদের প্রতি দুর্ব্যবহার ও সন্ত্রাসের প্রতিবাদে ১২ ঘন্টার রাজ্য বনধের ডাক দিল বিজেপি। রবিবার সন্ধ্যায় বালুরঘাটে একটি সাংবাদিক বৈঠক করে এমন কথাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন বক্তব্য রাখবার সময় সুকান্ত মজুমদার বলেন, ভোট লুট নিয়ে তৃণমূল মহিলাদের সাথে অশালীন ব্যবহার করেছে। নারীদের প্রতি অসম্মান যারা করেছে তারা এ যাবত ধবংস হয়েছে। তাই এই তৃণমূলের ধবংসও আসন্ন। গোটা রাজ্যজুড়ে পুরভোট নিয়ে তৃণমূল যে ছাপ্পা ও অরাজকতা তৈরি করেছে তার প্রতিবাদেই সোমবার ১২ ঘন্টার বনধের ডাক।

