BJP government, has success, Niti Aayog, মোদী জমানায় উন্নয়নের নয়া দিগন্ত! গত এক দশকে দারিদ্র দূরীকরণে বড় সাফল্য বিজেপি সরকারের, জানালো নীতি আয়োগ

আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: দারিদ্র্য দূরীকরণে মোদীর জমানায় নয়া দিগন্তের কথা জানিয়েছে নীতি আয়োগ। উন্নতি ও বিকাশের নয়া ধারা দেখা গেছে গত এক দশকে বলে জানালেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রমণ্যয়ম। তিনি জানান, ভারতে দারিদ্র্যের হার বর্তমানে কমে ৫% এর নিচে নেমে গিয়েছে। কারণ সাম্প্রতিক হাউস হোল্ড কনজামশন এক্সপেনডিচার সার্ভের রিপোর্ট তাই দেখাচ্ছে।

২০২২ সালের আগস্ট মাস থেকে ২০২৩ সালের জুলাই এক বছর ধরে এই সমীক্ষা চালানো হয়েছে। দেশে বর্তমানে গৃহস্থালির খরচের উপর একটি সুচারু বিশ্লেষণ করা হয়েছে এই সমীক্ষার মাধ্যমে। যার ফলে দেশে বর্তমান দারিদ্র্যের হার কোন পর্যায়ে রয়েছে সেটা বোঝা যায়।

নীতি আয়োগের সিইও-র কথায় দরিদ্র দূরীকরণে কতটা সাফল্য এল তা নির্ধারণ করার ক্ষেত্রে প্রধান নির্ধারক হলো গৃহস্থালির খরচের হিসেব। হাউস হোল্ড কনজামশন এক্সপেনডিচার রিপোর্টে দেখা যাচ্ছে শহরে ও গ্রামে উভয় জায়গাতে গৃহস্থালির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় ক্ষেত্রেই প্রায় আড়াই গুণ বেড়েছে গৃহস্থালির খরচ।

২০১১ সালে মাথাপিছু মাসিক গড় খরচ যা ছিল তা থেকে লম্বা লাফ দিয়েছে গত এক দশকে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মাসিক মাথাপিছু খরচ সাড়ে ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৩৫১০ টাকা। উল্লেখযোগ্যভাবে গ্রামীণ এলাকায় বেড়েছে মাথাপিছু গড় মাসিক খরচ। সেখানে ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে মাথাপিছু খরচ। সেই খরচ হয়েছে দু’ হাজার টাকার কিছু বেশি।

টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট তুলে ধরে নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রামন্যয়ম বলেছেন, বর্তমানে দেশে দারিদ্র্যের হার ৫% এর কম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *