আমাদের ভারত, মালদা, ৫ ফেব্রুয়ারি: শনিবার মালদায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। ওইদিন সকাল ১০.৫০টা নাগাদ মালদা এয়ারপোর্টে নামবেন তিনি। এরপর ম্যাংগো রিসার্চ ইনস্টিটিউটে যাবেন তিনি। সেখান থেকে পুরাতন মালদা সাহাপুর কৃষকদের সাথে কথা বলবেন তিনি। সাহাপুর পৌঁছাবেন ১১.৩০টা নাগাদ। ২০ মিনিট সেখানে থাকবেন তিনি। সেখানে কৃষকদের সাথে কথা বলার পাশাপাশি মধ্যাহ্নভোজ করবেন । মেনুতে থাকছে খিচুড়ি, পাঁপড় ভাজা ও সবজি। সেখান থেকে ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড় এলাকায় পৌঁছে দেন তিনি।
সাড়ে বারোটা নাগাদ পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন। এরপর সেখান থেকেই শুরু হবে রোড শো। রবীন্দ্র এভিনিউ এলাকায় রোড শোতে দেড়টা পর্যন্ত তিনি থাকবেন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।