পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি: দাবাং সুকান্ত! গাড়ি থেকে নেমে বাইক বাহিনীকে তাড়া বিজেপি রাজ্য সভাপতির। প্রতিবাদে সুকান্ত মজুমদারকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। ধাক্কাধাক্কি করা হয়েছে বলে অভিযোগ সুকান্তর। রবিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায়। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

জানা গেছে, এদিন বেলা গড়াতেই বালুরঘাট শহরের বিভিন্ন দিক থেকে বুথে বহিরাগতদের জমায়েত ও ছাপ্পা দেওয়ার ফোন কর্মীদের কাছ থেকে আসছিল। যে সময় নিজস্ব কোনো কাজে হাসপাতাল সংলগ্ন এলাকাতেই ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তড়িঘড়ি সেখান থেকে আসবার সময় শহরের ২ নম্বর ওয়ার্ডে বহিরাগত বাইক বাহিনীকে লক্ষ্য করেন সুকান্ত। এরপরই গাড়ি থেকে নেমে দৌড়ে সোজা বাইক বাহিনীকে তাড়া করেন রাজ্য সভাপতি। পিছনে ছুটতে দেখা যায় নিরাপত্তারক্ষীদেরও। কিছুদূর ছুটতেই ভয়ে বাইক ফেলে পালায় বহিরাগতরা। আর এরপর বিষয়টি নিয়ে সরব হতেই সুকান্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। বচসার পাশাপাশি মারমুখী হয়ে ওঠে বিক্ষোভকারীরা। যদিও পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কারণেই বেঁচেছেন বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ভোট লুট করতেই শহর দাপাচ্ছিল বহিরাগত বাইক বাহিনী। যাদের তাড়া করতেই প্লাস্টিকের চেয়ার ভাঙ্গা দিয়ে তাকে মারধর করেছে তৃণমূলের লোকজন। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

