Labour code, স্বাধীন ভারতের শ্রমিকদের জন্য সবথেকে বড় সংস্কার! ন্যূনতম বেতন থেকে ওভারটাইমের টাকা, দেশ জুড়ে লাগু যুগান্তকারী লেবার কোড

আমাদের ভারত, ২১ নভেম্বর: শ্রমিকদের জন্য যুগান্তকারী পদক্ষেপ মোদী সরকারের। শ্রমিকদের সুরক্ষা ও নিশ্চয়তার কথা ভেবে বড় সংস্কারের পথে হাঁটলো কেন্দ্র সরকার। শুক্রবার থেকে দেশজুড়ে কার্যকর হলো নতুন ৪টি লেবার কোড। নূন্যতম বেতন সহ সব ক্ষেত্রেই নিশ্চিন্তে থাকতে পারবেন প্রায় ৪০ কোটি কর্মী

কয়েক দশক পুরনো শ্রম আইনকে এবার আরো আধুনিক করা হলো। আত্মনির্ভর ভারত গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেবার কোডের কথা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, স্বাধীন ভারতের শ্রমিকদের জন্য সবথেকে বড় সংস্কার এই নতুন লেবার কোড। এটা আমাদের শ্রমিকদের আরো বেশি ক্ষমতা প্রদান করবে। ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হবে।

নতুন কোড চালু হওয়ার পর শ্রমিকরা কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবে তার উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি এক্স হ্যান্ডালে লিখেছেন, এটা কোনো সাধারণ পরিবর্তন নয়। শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদী এই এক বড় পদক্ষেপ করেছেন।

নয়া লেবার কোডে কী আছে?
১. নির্দিষ্ট সময়ে ন্যূনতম বেতন পাবেন সব কর্মী।
২. যুবক-যুবতীরা নিশ্চিত ভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন।
৩. মহিলা ও পুরুষ কর্মী সমান বেতন ও সম্মান পাবেন।
৪. ৪০ কোটি কর্মীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।
৫. কাজ শুরু করার এক বছর পর থেকেই গ্রাচুইটি পাবেন নিশ্চিতভাবে।

৬. ৪০ বছরের বেশি সব কর্মীকে বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।
৭.ওভারটাইম- এর ক্ষেত্রে দ্বিগুণ বেতন।
৮. ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ১০০% স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে।
৯.আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে সব কর্মীর সামাজিক ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *