পুজোয় করোনা মোকাবিলা বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ অক্টোবর : পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে করোনা সম্পর্কে নাগরিকদের উদ্দেশ্যে এবং পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে এক গুচ্ছ সতর্কতা বার্তা দিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে পুলিশ কমিশনার মনোজ ভার্মা।দুর্গোৎসবের গাইড ম্যাপ উদ্বোধন করে নাগরিকদের উদ্দেশ্যে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দেন।

তিনি বলেন, চলতি বছরে একটু বেশি নিয়ম মেনে দুর্গাপুজোর দিনগুলো কাটাতে হবে সকলকে। প্রশাসন ২৪ ঘণ্টা নাগরিকদের সাহায্য করতে প্রস্তুত। প্রতিটি পুজো প্যান্ডেল স্যানিটাইজ করতে হবে। খোলা মণ্ডপে অন্তত ৬ ফুট দূরত্বে দর্শনার্থীদের দাঁড়াতে হবে। নাগরিকদের মাস্ক ব্যবহার বাধ্যতমূলক। যাদের মাস্ক নেই, তাদের মাস্ক দেওয়া হবে। পরিমাণ মত স্যানিটাইজারের যোগান রাখতে হবে মণ্ডপে। এবছর পুজোয় বৃদ্ধ ও শিশুদের সাবধানে রাখতে হবে। যাদের শরীরে অন্যান্য রোগ আছে, তারা ভিড় এড়াতে দুপুরে প্রতিমা দর্শন করবেন। পুজোয় বিসর্জনে আনুষ্ঠানিক প্রসেশনের অনুমতি দেওয়া হবে না। শারীরিক দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখতে হবে।
পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক বিভাগ পুজোর সময় সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে। পুজোয় অসুস্থদের সহযোগিতায় নির্দিষ্ট হেল্প লাইনে ফোন করলে ডাক্তার, অ্যাম্বুলেন্সের পরিষেবা সহজেই পাবেন নাগরিকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ১৭টি থানা এলাকায় যে দুর্গাপুজোগুলো মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকে, সেই পুজো মণ্ডপে কিভাবে অতি সহজে ভিড় এড়িয়ে দর্শনার্থীরা পৌঁছাতে পারবে, তারও গাইড ম্যাপ এদিন উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *