আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৪ নভেম্বর: পথ ভুলে জঙ্গল ছেড়ে সোজা গৃহস্থের বাড়িতে ঢুকে পড়লো সম্বর প্রজাতির বড়সর একটি হরিণ। আলিপুরদুয়ারের ফালাকাটার দক্ষিণ দেওগাঁ এলাকার ঘটনা।
প্রাথমিক অনুমান জলদাপাড়া জাতীয় উদ্যান ছেড়ে বার হয়ে লোকালয়ে এসে আটকে পড়ে। পূর্ণবয়স্ক সম্বর হরিণটি এদিন ওদিক ছোটাছুটি দেখে স্থানীয়দের নজরে পড়ে।হাতের নাগালে হরিণের দেখা পেয়ে মুহূর্তেই এলাকায় ভির জমাতে শুরু করে উৎসাহী মানুষ। এরপর এলাকারই এক বাসিন্দার বাড়ির ফুল বাগানে প্রাণভয়ে আশ্রয় নেয় ওই হরিণটি। পথ কুকুর বা অন্য কোনও কারনে হরিনটির যাতে কোনও ক্ষতি না হয় সেজন্য স্থানীয়দেরই একটি অংশ বাড়ির ভেতর হরিনটিকে আটকে রাখতে সমর্থ হয়।
বনদপ্তরে খবর গেলে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা শেষ পর্যন্ত হরিণটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে যান। ছোটাছুটির ফলে সম্বর হরিণটির পায়ে সামান্য আঘাত লাগে। তবে প্রাথমিক চিকিৎসার পর হরিণটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বনকর্মীদের অনুমান সম্ভবত দক্ষিণ দেওগাঁ গ্রাম সংলগ্ন দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে সম্বর হরিণটি পথ ভুল করে লোকালয়ে চলে এসেছিল। ডিএফও কুমার বিমল বলেন,সুস্থ অবস্থাতেই হরিনটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।