ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠক্রমে যুক্ত হলো ভাগবত গীতা

আমাদের ভারত, ১৮ মার্চ:বৃহস্পতিবার গুজরাট বিধানসভায় সেরাজ্যের সরকার ঘোষণা করল, আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠক্রমে ভাগবত গীতা অন্তর্ভুক্ত হবে। গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি বিধানসভায় শিক্ষা বিভাগের জন্য বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার সময় এই ঘোষণা করেন।

গুজরাটের শিক্ষা মন্ত্রী বলেন, স্কুল পাঠক্রমে ভাগবত গীতার মূল্যবোধ ও নীতিগুলি চালু করার সিদ্ধান্ত নতুন জাতীয় শিক্ষানীতি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষামন্ত্রীর কথায় কেন্দ্রের নতুন শিক্ষানীতি আদতে আধুনিক এবং প্রাচীন সাংস্কৃতি, ঐতিহ্য ও জ্ঞান ব্যবস্থার সংমিশ্রন। তিনি দাবি করেন, আধুনিকতার পাশাপাশি দেশের প্রাচীন সংস্কৃতিও প্রবর্তন জরুরী, যাতে শিক্ষার্থীরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে গর্ববোধ করে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষা মন্ত্রী জিতু ভাঘানি বলেন, “সব ধর্মের লোকেরা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের নৈতিক মূল্যবোধ নীতি গুলিকে গ্রহণ করেছেন। তাই আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল পাঠক্রমে ভাগবত গীতা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শাস্ত্রটি “সর্বাঙ্গীন শিক্ষা”( সম্পূর্ণ শিক্ষা)-র পাঠ্যপুস্তকে চালু করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এটি প্রথম ভাষার পাঠ্যবইয়ে গল্পের আকারে চালু করা হবে।”

শিক্ষামন্ত্রী আরও জানান, স্কুলগুলি ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে প্রার্থনা, শ্লোক পাঠ, কম্প্রিহেনশন, নাটক ক্যুইজ, আঁকা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করবে। এরজন্য বই এবং অডিও ভিডিও সিডির মত অধ্যায়নের উপাদান সরকার স্কুলগুলিতে সরবরাহ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *