March, Republic day, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের শ্রেষ্ঠ ট্যাবলো ও দলের নাম প্রকাশিত

আমাদের ভারত, ২৯ জানুয়ারি: ২০২৫-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ ট্যাবলো ও দলের নাম প্রকাশ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ট্যাবলোর মধ্য থেকে প্রথম হয়েছে উত্তরপ্রদেশ।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার জানিয়েছে, প্রথম স্থানাধিকারী উত্তরপ্রদেশের ভাবনা ছিল- ‘মহাকুম্ভ, ২০২৫– স্বর্ণিম ভারত: বিরাসত অউর বিকাশ’। দ্বিতীয় হয়েছে ত্রিপুরা। তাদের ভাবনা ছিল– ‘শাশ্বত শ্রদ্ধা : ত্রিপুরায় ১৪ দেবতার পুজো– খারচি পুজো’। তৃতীয় হয়েছে অন্ধ্রপ্রদেশ। তাদের ভাবনা ছিল– ‘এটিকোপাক্কা বোম্মালু– পরিবেশ-বান্ধব কাঠের খেলনা’।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের ট্যাবলোর মধ্য থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে আদিবাসী বিষয়ক মন্ত্রক। তাদের ভাবনা ছিল– ‘জনজাতীয় গৌরব বর্ষ’।

‘ভারতের সংবিধানের ৭৫ বছর’– এই ভাবনার জন্য বিশেষ পুরস্কার জিতেছে কেন্দ্রীয় পূর্ত দপ্তর এবং ‘জয়তী জয় মামাহ ভারতম’ নৃত্য গোষ্ঠী।

সার্ভিসেস এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (সিএপিএফ)/অন্য সহকারী বাহিনী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক/ দফতরের ট্যাবলো এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেয়। তাদের পরিবেশনা বিচার করার জন্য তিন সদস্যের প্যানেল গঠিত হয়েছিল। সেই প্যানেলের ফল প্রকাশিত হয়েছে।

সার্ভিসেস-এর মধ্যে জম্মু ও কাশ্মীর রাইফেলস কন্টিনজেন্ট শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে। সিএপিএফ/ অন্য সহকারী বাহিনীর মধ্যে শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে দিল্লি পুলিশের দল।

সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণকারী পছন্দের ট্যাবলো ও দল বেছে নেওয়ার জন্য ২৬-২৮ জানুয়ারি পর্যন্ত MyGov পোর্টালে দেশের নাগরিকদের কাছ থেকে অনলাইন ভোট নেওয়া হয়। ‘পপুলার চয়েস’ বিভাগে সার্ভিসেস-এর মধ্য থেকে শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে সিগন্যালস কন্টিনজেন্ট। সিএপিএফ/ অন্য সহকারী বাহিনীর মধ্য থেকে শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে সিএপিএফ-এর দল।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্য থেকে প্রথম তিন ট্যাবলোর মধ্যে জায়গায় করে নিয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। কেন্দ্রীয় মন্ত্রক/ দফতরের মধ্য থেকে শ্রেষ্ঠ ট্যাবলো নির্বাচিত হয়েছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *