পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির ডাকা বাংলা বনধে কোনও প্রভাব পড়েনি বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ফেব্রুয়ারি: গতকাল পুরভোটে বাংলা জুড়ে তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের অভিযোগে আজ বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে কোনও প্রভাব পড়েনি বাঁকুড়ায়। স্কুল কলেজ, অফিস আদালত, দোকান পাট সবই খোলা ছিল। এক কথায় আর পাঁচটা দিনের মতই জীবনযাত্রা ছিল স্বাভাবিক। শুধুমাত্র বেসরকারি বাস চলাচল করেনি। কয়েকটি স্থানে বিজেপি কর্মীদের অবরোধ ছাড়া কোনও অপ্রীতিকর ঘটনার ও কোনোও খবর নেই।

সকাল থেকেই আর পাঁচটা দিনের মতই দোকানদাররা তাদের দোকান খোলেন।সব্জি, মাছের বাজারও তাই। এপ্রসঙ্গে দোকানদারদের বক্তব্য, বনধ করার জন্য কেউ তো কিছু বলেনি। বিজেপি পিকেটিংও করেনি, তাদের পাত্তাই নেই, খামোকা দোকান বন্ধ রাখবো কেন?

এদিন সকালে বিজেপির বিধায়ক নিলাদ্রী দানার নেতৃত্বে ভৈরবস্হান মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।এছাড়াও পোয়াবাগান, ধলডাঙ্গাতেও রাস্তা অবরোধ হয়।

জেলার শিল্পাঞ্চল মেজিয়া, বড়জোড়াতেও জনজীবন ছিল স্বাভাবিক। কলকারখানাগুলিতে উপস্হিতির হার আর পাঁচটা দিনের মতই স্বাভাবিক ছিল। মেজিয়ায় দর্লভপুরে বড়জোড়া শিল্প করিডোরে বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির নেতৃত্বে এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে গঙ্গাজলঘাঁটিতে ৬০নং জাতীয় সড়কে অবরোধ করা হয়। ছাতনায় বিজেপি নেতা জীবন চক্রবর্তীর নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভপ্রদর্শন করা হয়। তবে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *