সুশান্ত ঘোষ, বনগাঁ, ২ জুলাই: শনিবার দুপুরে পেট্রাপোল বন্দরে ডঙ্কা, কাশি বাজিয়ে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহার করা খাট ভারতে নিয়ে এলেন মতুয়া ভক্তরা। দু’শো বছরের প্রাচীন এই খাট বাংলাদেশ থেকে আনা হল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। শনিবার দুপুরের পর পেট্রাপোল বন্দরে পৌঁছান সাংসদ ওরফে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর ও বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া সহ মতুয়া ভক্তরা।
“পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষার প্রসারে গুরুচাঁদ ঠাকুরের খুব বড় অবদান ছিল। সেই পতিত পাবন শ্রী গুরুচাঁদ ঠাকুরের খাট বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে। সেই বিষয়ে আমরা খুশি”, বলে জানিয়েছেন মতুয়া ভক্তরা। বাংলাদেশের তরফ থেকে মতুয়া ধর্মের পদ্মনাভ ঠাকুর জানান, ভারতবর্ষের ঠাকুরনগরে গুরুচাঁদ ঠাকুরের নামে মিউজিয়াম স্থাপিত হবে, সেই কারণে গুরুচাঁদ ঠাকুরের এই খাট আমরা ভারতের মতুয়া মহা সংঘের হাতে তুলে দিচ্ছি।

বনগাঁ লোকসভার সংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ঠাকুরনগরের ঠাকুরের নামে মিউজিয়াম তৈরি হবে। আমরা সেই মতো প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই খাট ভারতে নিয়ে এলাম। আগামীতে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত আরও সামগ্রী ভারতে নিয়ে আসা হবে।
এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ বলেন, এই খাটটি প্রমথরঞ্জন ঠাকুরের না গুরুচাঁদ ঠাকুরের তা আমাদের জানা নেই। যদি গুরুচাঁদ ঠাকুরের খাট হয়ে থাকে সেই খাট এই দেশে নিয়ে এলেন সেটা ভালো। কিন্তু শান্তনু ঠাকুর যদি ভেবে থাকেন এই খাট এনে তিনি মতুয়া ভক্তদের বিজেপির পক্ষে থাকতে বলবেন, তাহলে উনি ভুল করবেন।

