Bankura- Jhargram road, বাঁকুড়া- ঝাড়গ্রাম রাজ্য সড়কের বেহাল দশা, এলাকায় ব্যাপক ক্ষোভ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ অক্টোবর: বাঁকুড়া- ঝাড়গ্রাম রাজ্য সড়কের বেহাল অবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। মাত্র ছ’মাস আগে তৈরী এই রাস্তার অবস্থা বেহ কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় অধিবাসীরা। রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে চলেছে এবং যাতায়াতে সময় বেশি লাগছে। শনিবার এনিয়ে নিত্য যাত্রীদের অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

বাস কর্মীদের অভিযোগ, বেহাল রাস্তার জন্য যন্ত্রাংশ বেশি নষ্ট হচ্ছে। সম্প্রতি সারেঙ্গার চিলতোড়ে বেহাল রাস্তার জন্য একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের অভিযোগ, কোটিকোটি টাকা খরচ করে মাত্র ছ’মাস আগে রাস্তা মেরামত করা হয়েছে। যে ঠিকেদার রাস্তা মেরামত করেছে তাদের দায়িত্ব ঠিক করে দেওয়া। এই প্রেক্ষিতে উল্লেখ্য, গর্তে ভরা রাস্তায় দুর্ঘটনা বাড়ায় শুক্রবার সিমলাপালের বিক্রমপুর মোড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা পথ অবরোধ করে মেরামতের দাবিতে সরব হয়ে ওঠেন। চকবাইদ মোড়ে ধান গাছ লাগিয়ে ও মাছের চারা ছেড়ে প্রতিবাদ জানায় তারা।বিজেপি নেতা শৌভিক পাত্র কাটমানির অভিযোগ তুলে বলেন যে, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ১৪০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করার ছয় মাসের মধ্যেই বেহাল হয়ে পড়ে কী করে তা খতিয়ে দেখা দরকার।

তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন পাত্র জানান, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রের বকেয়া টাকা আগে আনতে হবে। এই ঘটনার দু’দিন আগে গত বুধবার সারেঙ্গার পি মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় মেরামতের দাবিতে। গর্তে ভরা রাস্তার কারণে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলে তারা দুর্নীতি ও টাকা আত্মসাতের প্রসঙ্গ তোলে এবং নতুন করে রাস্তা নির্মাণ ও তদন্তের দাবি জানায়। প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। তৃণমূলের দাবি, দুর্নীতি নয়, প্রাকৃতিক বিপর্যয় ও নরম মাটির কারণেই রাস্তার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *