আমাদের ভারত, আরামবাগ, ৩১ আগস্ট: আরামবাগের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রীয় করল বম্ব স্কোয়াড। গত বিধানসভা নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক সংঘর্ষের জন্য বোমা মজুত করেছিল রাজনৈতিক দলগুলি বলে অভিযোগ। এরপর বিভিন্ন সময় বিশেষ সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। সেই উদ্ধার হওয়া প্রচুর বোমা নিষ্ক্রীয় করল বম্ব স্কোয়াডের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার আরামবাগের চাঁদুর এলাকায় আরামবাগ থানায় মজুত থাকা বোমাগুলি নিষ্ক্রীয় করা হল।
জানা গেছে, আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে বোমাগুলি উদ্ধার হয়েছিল। প্রায় ১০০ টির মত বোমা এইদিন চাঁদুর এলাকায় নদীর পাড়ে পুলিশি ঘেরাটোপে বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল নিষ্ক্রীয় করে।