কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট : নিম্নচাপের ফলে টানা তিন দিনের বৃষ্টিতে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়তে শুরু করেছে। ঘাটালের মনসুকায় নদীর জল বাড়ায় বাঁশের সাঁকো ভেঙ্গে গিয়েছে। দুপারের যাতায়াত বন্ধ হয়ে হয়েছে।সমস্যায় গ্রামবাসীরা। একমাস আগেও জল বাড়ায় বাঁশের সাঁকো ভেঙ্গে গিয়েছিল তারপর আবার সারানো হয়েছিল এই বাঁশের সাঁকোটিকে। কিন্তু জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং জলস্রোত তীব্র থাকায় শনিবার বিকেলেই মনসুকা এলএন হাই স্কুলের সামনে বাঁশের সাঁকোটি জলের তোড়ে ভেঙ্গে ভাসিয়ে নিয়ে গেল।

