পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৬ অক্টোবর: ফের মানবিকতার পরিচয় দিল রেল পুলিশ। সদ্যোজাত ও তার মা’কে নিজেদের উদ্যোগে পাঠালো হাসপাতালে।

জানাগেছে, বিহার থেকে খড়্গপুর আসছিল ইটভাটার শ্রমিক এক দম্পতি। ইট পাথরের কাজ করা এই শ্রমিক স্ত্রী এবং এক বাচ্চাকে নিয়ে খড়গপুরে এক আত্মীয়ের বাড়ি আসছিল। কিন্তু আসার পথে ওই মহিলার ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয়। কিন্তু ট্রেনের মধ্যে প্রসবের কোনো ব্যবস্থা না থাকায় চন্দ্রকোনা ও শালবনির মধ্যস্থ জায়গায় ওই ট্রেনে থাকা শ্রমিক নিজেই কাপড় ঢেকে বাচ্চা প্রসব করান চলন্ত ট্রেনে। এরপর মেদিনীপুর স্টেশনে সেই ট্রেনটি পৌঁছালে মেদিনীপুরের রেল কর্মীরা অতি তৎপরতার সঙ্গে এগিয়ে যান। বাচ্চা এবং মাকে উদ্ধার করে সযত্নে পাঠায় মেদিনীপুর সদর হাসপাতালে। এই ঘটনায় খুশির হাওয়া রেল কর্মীদের মধ্যে।

উল্লেখ্য, মাসখানেক আগে এরকমই এক প্রসূতির প্রসব যন্ত্রণা ওঠায় তাকে মেদিনীপুর রেল স্টেশন চত্বরে প্রসব করানো হয় এবং তারপর মা ও শিশুকে সযত্নে বাড়ি ফিরিয়ে দেন রেল পুলিশ।

