প্রকাশিত হল মুর্শিদাবাদের গ্রামীণ শিল্প ও ‘শিল্পীর আত্মকথা

বিশ্বরূপ অধিকারী, মুর্শিদাবাদ, ১৭ নভেম্বর:
মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্প নিয়ে বই আকারে প্রকাশ করলেন মুর্শিদাবাদের উদীয়মান লেখক নিজামুদ্দিন সেখ। এক ঘোরয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের হাত ধরে এই বইয়ের আত্মপ্রকাশ ঘটল।

মুর্শিদাবাদের গ্রামীণ শিল্প ও ‘শিল্পীর আত্মকথা’ নামক বইটিতে গ্রাম বাংলা তথা জেলার হারিয়ে যাওয়া বেশ কিছু শিল্প যেমন পাট, তাঁত শিল্প সহ বিভিন্ন রকমের হস্তশিল্প যেগুলি গ্রামবাংলার ঐতিহ্য বহন করে, সেগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে।

মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন জানিয়েছেন, বিভিন্ন উদীয়মান শিল্পী সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন। তারাও সেইসব শিল্পীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামীদিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সভাধিপতি।

লেখক নিজামুদ্দিন সেখের কথায়, মুর্শিদাবাদ জেলার হারিয়ে যাওয়া গ্রাম বাংলার শিল্প যেগুলি গ্রামবাংলার ঐতিহ্য বহন করে সেগুলো নিয়ে এই বই লেখা হয়েছে।

সভাধিপতি ছড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াবিদ মোহনলাল রশিদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৌমেন হাজারী, কলকাতা হাইকোর্টের আইনজীবী শাহিন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *