আমাদের ভারত, ৮ আগস্ট: পূরবী বর্মণের সন্তান প্রসবের তারিখ ছিল ২০/৮/২০২৫। ওনার আজ এক কন্যা সন্তান জন্ম হয়েছে। এই মুহূর্তে ওরা স্থিতিশীল। শুক্রবার এক্সবার্তায় এ কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু জানান, “গত ৬/৮/২০২৫ তারিখে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার সাহেবগঞ্জ থানার অন্তর্গত শালমারা গ্রামে শুধুমাত্র বিজেপি সমর্থক হওয়ার অপরাধে জিতেন্দ্র নাথ বর্মণের বাড়িতে চড়াও হয়ে তৃণমূলের হার্মাদ বাহিনী ওনার ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে পূরবী বর্মণের পেটে লাথি মারে। লাথির আঘাতে ওই অন্তঃসত্তা মহিলার রক্তক্ষরণ শুরু হয় ও ব্যথায় কাতরাতে থাকেন।
আমি ঘটনাটি জানার পর, বেহাল সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভরসা না রেখে প্রথমেই ওনার সু-চিকিৎসার জন্যে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ওনাকে স্থানান্তর করার ব্যবস্থা করাই।
এর পর দোষীদের এই জঘন্য অপরাধের জন্য প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে পরিবারকে থানায় এফআইআর দায়ের করার ব্যাপারে আইনি সহায়তা দেওয়া হয়। একইসাথে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় তফসিলি জাতি কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্তমানে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে এই বিষয়ে তথ্য সমগ্র সহ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ভালো খবর হলো পূরবী বর্মণ, যাঁর সন্তান প্রসবের তারিখ ছিল ২০/৮/২০২৫, ওনার আজ এক কন্যা সন্তান জন্ম হয়েছে। এই মুহূর্তে ওরা স্থিতিশীল।
আমি এই পুরো ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না, তবে কথা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ আইন সম্মত উপায়ে যা যা করণীয় তার ব্যবস্থা করবো।”