জয় লাহা, দুর্গাপুর, ১৭ অক্টোবর: মদ্যপানের টাকা না দেওয়ায় বিসর্জন সেরে ফিরতেই হামলার অভিযোগ পার্শ্ববর্তী পাড়ার দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ১৭ নম্বর ওয়ার্ডের অন্নপূর্ণা নগর এলাকা। বিসর্জনে অংশগ্রহণকারীদের বেপরোয়া মারধর, গাড়ি ভাঙ্গচুর ও বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত ৫ জন। পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স। বসানো হয়েছে পুলিশ পিকেট।
ঘটনায় জানাগেছে, শনিবার রাতে দুর্গাপুরের ১৭ নম্বর ওয়ার্ডের অন্নপূর্ণা নগর এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জন ছিল। বিসর্জন সেরে ফিরতেই পার্শ্ববর্তী এলাকায় কিছু সমাজ বিরোধী মদ্যপানের টাকা চায় উদ্যোক্তাদের কাছে। মদ্যপানের টাকা দিতে অস্বীকার করায় উদ্যোক্তাদের সঙ্গে বচসা শুরু হয় সমাজবিরোধীদের। অভিযোগ, আচমকা
দুষ্কৃতিরা পুজো মণ্ডপের সামনে বোমাবাজি শুরু করে। প্রতিবাদ করতেই এলাকাবাসীর ওপর বাঁশ লাঠি ও হকি স্টিক নিয়ে মারধর শুরু করে। এলাকায় থাকা একটি চারচাকা গাড়ি সহ ৪ টি বাইকে ভাঙ্গচুর চালায়। গোটা এলাকায় রীতিমতো তান্ডব শুরু করে বলে অভিযোগ। মুহূর্তেই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় ৫ জন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নামে কমব্যাট ফোর্স। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পিকেট বসে। ঘটনায় ৪ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়। রবিবারও গোটা এলাকা ছিল থমথমে। পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়ন ছিল। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।