আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ ডিসেম্বর: অল্পের জন্য গ্রামবাসীদের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হলদিয়াগামী আসানসোল- হলদিয়া এক্সপ্রেস ট্রেন। তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের কন্ঠিবাড় গ্রামের ঘটনা।
পাঁশকুড়া- হলদিয়া রেল লাইনে একটি মালগাড়ি চলে যাওয়ার পরে ফাটল ধরে রেললাইনের পাতে। আসানসোল হলদিয়া এক্সপ্রেস ট্রেন এই লাইন দিয়ে আসার আগে এই লাইনে একটি মালগাড়ি যায়। মালগাড়ি চলে যাওয়ার পরেই একটি বিকট আওয়াজ হয়। রেললাইনের কাছাকাছি থাকা গ্রামবাসীরা গিয়ে দেখতে পান রেলের লাইন ভেঙ্গে সরে গিয়েছে। ঠিক তার অল্প কিছুক্ষণের মধ্যে হলদিয়া-আসানসোল এক্সপ্রেস ট্রেন ওই লাইনে এসে পড়ে। গ্রামবাসীরা জমায়েত হয়ে গামছা দেখিয়ে ট্রেনটিকে থামায়।
আসানসোল- হলদিয়া এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার রেল দপ্তরে খবর দেয়। খবর পেয়ে কাছাকাছি স্টেশন থেকে দায়িত্বপ্রাপ্ত রেলের কর্মীরা এসে লাইনটি প্রাথমিকভাবে ঠিক করে আসানসোল- হলদিয়া এক্সপ্রেস ট্রেন ও একটি লোকাল ট্রেনকে ধীরে ধীরে পারাপার করায়। এখন পুরো সারাইয়ের কাজ চলছে। রেলপথ ভেঙ্গে যাওয়ার ঘটনা গ্রামবাসীরা দেখতে না পেলে আসানসোল- হলদিয়া এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়তো। গ্রামবাসীদের তৎপরতায় এই দুর্ঘটনা এড়ানো গিয়েছে।