আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ জানুয়ারি: মারধর ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর আভিযোগে গ্রেফতার মোহনপুর পঞ্চায়েতের সদস্য, তৃণমূল নেতা ও প্রসিদ্ধ বিরিয়ানি ব্যাবসায়ীর অনির্বাণ দাস।
বারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ডি বাপি’র মালিক অনির্বাণ দাসকে গ্রেফতার গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রামে রয়েছে ডি বাপির আরেকটি শাখা, সেখানেই থাকে অনির্বাণ দাস। অভিযোগ, বিশ্বজিত দত্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ঘর ভাড়া নিয়েছিলেন তিনি। ভাড়ার মেয়াদ শেষ হলেও তিনি ঘর ছাড়েননি। মঙ্গলবার এই নিয়ে বাড়ির মালিকের সঙ্গে বচসা হয় অভিযুক্ত ব্যবসায়ীর। অভিযোগ, সেই সময় অনির্বাণ বিশ্বজিত দত্তকে মারধর করে। এমনকি তার সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীর কাছ থেকে বন্ধুক নিয়ে তাকে ভয় দেখায়। অভিযোগ করা হয় মধ্যমগ্রাম থানায়। এরপর মঙ্গলবার রাতে অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ।
অনির্বাণ দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য। মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান, এটা দলীয় কোনো ব্যাপার নয়, তাও আমি খোঁজ নিয়ে দেখব। যদি কাউকে গায়ে হাত তুলে থাকে অনির্বাণ তাহলে এটা অন্যায়। আইন আইনের মতো ব্যবস্থা নেবে।