রাস্তার ধুলোতে ঢেকেছে এলাকা, প্রতিবাদে গোলাপিচকে রাস্তাকে বন্ধ করে বিক্ষোভ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: মেদিনীপুর শহরের পাশ দিয়ে একটি বাইপাস রাস্তা তৈরি হয়েছে কয়েক বছর ধরে। প্রচুর ভারি গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে ধুলোয় ঢেকেছে আশপাশের এলাকা। রাস্তার পাশে থাকা বাসিন্দারা নিজেদের বাড়িঘর ছাড়াও নিজেরাও ধুলোর কারণে সমস্যাতে ভুগছেন। ধুলোর কারণে বহু রোগে আক্রান্ত স্থানীয়রা। এরই প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ টা থেকে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গুড়গুড়িপাল থানার পুলিশ এসে সামাল দিতে চেষ্টা করলেও বেগ পেতে হয়।

মঙ্গলবার বেলা ১১ টা থেকে মেদিনীপুর শহর সংলগ্ন গোলাপিচক এলাকায় এই অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। স্থানীয় বাসিন্দা ভক্ত প্রামাণিক বলেন, “এই রাস্তা পিচ রাস্তা হলেও বেহাল হয়ে গিয়েছিল। মেরামত করতে বিভিন্ন ভাটার ভাঙ্গা ইট দিয়ে মেরামত করা হয়েছিল। সেই ভাঙ্গা ইট গুঁড়ো হয়ে প্রচন্ড ধুলোর সৃষ্টি হয়েছে। প্রতিদিন গাড়ি যাওয়ার সাথে সাথে সেই ধুলো উড়ে পুরো এলাকাকে ঢেকে দিচ্ছে। এক মাস আগেও এ বিষয়ে অবরোধ বিক্ষোভ করেও কোন সুরাহা হয়নি তাই পুনরায় এই অবরোধ।”

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা সমীর আড়ি বলেন, “কয়েক বছর ধরেই এলাকার লোকজন এই সমস্যায় ভুগছে। সরকার ও প্রশাসনের আধিকারিকদের বললেও কোনো লাভ হয়নি। এরকম ভুগতে হলে আমরা এই রাস্তা দিয়ে আর কোনো গাড়ি চলাচল করতে দেব না। এই ধুলো থেকে এলাকার প্রত্যেকটা লোক কোনো না কোনো রোগে আক্রান্ত। বাড়িঘর জিনিসপত্র সব ধুলোয় ঢাকা থাকে। যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা সমস্ত গাড়ি যাতায়াত বন্ধ রাখবো।”

এই অবরোধের পলে বিশাল যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। শহরের একমাত্র গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তা এটি। গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে অনেক বোঝানোর পরেও সমস্যার সমাধান হয়নি কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *