স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৯ জুন: কুলিক নদীর জলে প্লাবিত হল রায়গঞ্জ শহর সংলগ্ন আবদুলঘাটা, মণিপাড়া, ভট্টদিঘী সহ বিভিন্ন এলাকা। নদীর জল ঢুকে পড়েছে এইসব এলাকার বাসিন্দাদের বাড়িঘরে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে কুলিক নদীবাঁধের উপর আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছোট ছোট ছেলেমেয়ে পরিবার পরিজন এবং গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছেন রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ দুর্গত মানুষদের পলিথিন বিলি করেছে। পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন।
রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন গ্রামগুলিকে বন্যার হাত থেকে রক্ষা করতে রয়েছে কুলিক নদীবাঁধ। আর এই কুলিক নদীবাঁধই এখন রায়গঞ্জ শহর সংলগ্ন আবদুলঘাটা, মণিপাড়া, ভট্টদিঘী, চন্দীতলা গ্রামের বাসিন্দাদের আশ্রয়স্থল হিসেবে দাঁড়িয়েছে। কুলিক নদী পাড়ের সংশ্লিষ্ট এলাকার গ্রামের বাসিন্দা থেকে পুর এলাকার কিছু অংশের মানুষের বাড়িঘরে ঢুকে গিয়েছে নদীর জল। অনেকেরই বাড়িঘর নদীর জলে ডুবে গিয়েছে। রবিবার বিকেল থেকেই দুর্গত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে অস্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিয়ে কুলিক নদীবাঁধ। নদীবাঁধের উপর পলিথিন টাঙিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে গবাদি পশু ও পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এদিকে ক্রমশই বেড়ে চলেছে কুলিক নদীর জল। ফলে বন্যার আশঙ্কায় রয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা।