পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ আগস্ট: ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি এমপ্লয়িজ ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মেদিনীপুরের জেলা গ্রন্থাগারে।
মূলত বছরের যাবতীয় আয় -ব্যয় সহ বিবিধ কার্যাবলী আলোচনা করেন ফেডারেশনের সদস্যরা। এই লাইব্রেরিতে বর্তমানে সদস্য সংখ্যা অত্যন্ত কম, কর্মী নিয়োগের ক্ষেত্রেও আলোচনা হয় এ দিন।
তাছাড়া পড়ুয়ারা ফোন ছেড়ে আবার বই পড়ার দিকে নজর দিক। কেন তারা মুখ ফিরিয়ে নিয়েছে বই থেকে সেই বিষয়েও আলোচনা হয়। বার্ষিক সভার শুরুতেই প্রথমে প্রদীপ জ্বালিয়ে অতিথিদের বরণ করা হয়, এরপর নৃত্য ও গানের মধ্য দিয়ে এই সভার সূচনা হয়। এরপর একে একে প্রত্যেক বক্তা তাদের বক্তব্য রাখেন মঞ্চে। তবে এইদিন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে নিয়েও ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এদিন জেলা গ্রন্থাগারে বই পড়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সুজয় হাজরা, বিশ্বনাথ পাণ্ডব, মৌ রায়, অনুপ মান্না প্রমুখ।

