আমাদের ভারত, নদিয়া, ২২ জুন: তীর্থ নগরী নদিয়ার নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় অবস্থিত মা পোড়ামার মন্দির। এই মন্দিরকে ঘিরে সারা বছর দেশ বিদেশ থেকে বহু তীর্থযাত্রী থেকে নবদ্বীপ পাশ্ববর্তী এলাকার মানুষের আনাগোনা চলে। জানাযায়, প্রায় পাঁচশো বছরের পুরনো এই মা পোড়ামার মন্দির। এই মন্দিরে প্রতি বছর স্নান যাত্রার দিনে স্বারম্বরে মা পোড়ামার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ভোরবেলায় নবদ্বীপের সুরধনীগঙ্গা থেকে ১০৮ ঘড়া গঙ্গাজল নিয়ে আসা হয় এবং মাকে স্নান করিয়ে অভিষেক অনুষ্ঠিত হয়। এরপর প্রতিদিনের মতো মায়ের পুজো ছাড়াও এদিন মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়, এবং দুপুরে মায়ের ভোগারতির পর বিকেলে ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়। এদিন সকাল থেকে দেখা গেল পোড়ামার মন্দির প্রাঙ্গনে অসংখ্য ভক্তদের ভিড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য।