নীল বনিক, আমাদের ভারত, কলকাতা,: করোনার বাড়বাড়ন্তে পিছিয়ে গেল রাজ্য বিজেপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া। মুরলিধর সেন লেনের অনেকেই ভেবেছিলেন পুরভোটের আগে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তুু বর্তমান পরিস্থিতিতে এরাজ্যের নতুন কমিটি নিয়ে দিল্লির কোনও ভাবনাচিন্তা নেই। একে লকডাউন, তারপর তা মিটলে দেশ কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তা হলফ করে বলতে পারছে না কেন্দ্র। তারমধ্যে কোনও রাজনৈতিক কর্মসূচী নিতে টাইছে না দিল্লি। মুরলিধর সেন লেনের কর্তারা মনে করছেন যতদিন না নতুন কমিটি ঘোষনা হচ্ছে ততদিন পুরনো কমিটিই কাজ করবে।
রাজ্য বিজেপির বহু প্রভাবশালী নেতা কেন্দ্রের চাপানো কমিটিতে ভরসা রাখছেন না। কেন্দ্রের ঠিক করা রাজ্য কমিটি নিয়ে চিন্তায় ছিলেন এরাজ্যের অনেক বিজেপি নেতাই। কিন্তুু বর্তমান আবহে তাঁরাও নিশ্চিন্ত। সবাই মনে করছেন আপাতত তিন মাস সব স্থগিত। যাঁরা পদ নিয়ে দোটানায় ছিলেন তাঁরা মনে করছেন বাড়তি তিন মাসে যদি সেঞ্চুরি হাকানো যায় তাহলে হয়তো এযাত্রায় পদ বাঁচানো যেতে পারে। তাই অনেকেই করোনার আবহে পদ বাঁচাতে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন। শুধুতাই নয়, কাজ করে দিল্লির অনেক নেতাকেই তা জানাচ্ছেন। লক্ষ একটাই রাজ্য কমিটি থেকে যাতে নিজের নামটা বাদ না যায়।