পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তিতে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় “শ্রী শ্রী রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের বর্ষপূর্তি উৎসব” পালন করল জেলার সনাতনীরা।
এদিন শ্রী রামচন্দ্রের পূজার পাশাপাশি কীর্তন, ভজন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রায় হাজার খানেক দরিদ্র এলাকাবাসীদের শীতবস্ত্র এবং প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শীতল কপাট, বিশিষ্ট শিক্ষাবিদ শঙ্কর গুছাইত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।