অঙ্কন ও হস্তশিল্প শিক্ষাকেন্দ্র দি আর্ট ওয়ার্ল্ডের উদ্যোগে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা হল মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: অঙ্কন ও হস্তশিল্প শিক্ষাকেন্দ্র দি আর্ট ওয়ার্ল্ড এর উদ্যোগে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। জেলা তথা রাজ্যের আগত সমস্ত প্রতিযোগীর বিপুল উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উৎসাহ দানের জন্য অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে বিশেষ উপহার প্রদান করা হয় বলে সংস্থার অধ্যক্ষ মদন দে বলেন।

প্রতিযোগিতা শুরু হয় সংস্থার প্রাক্তন সভাপতি স্বর্গীয় আশিস কর এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। এ ছাড়াও শ্রদ্ধা জানান সভাপতি শ্রী সত্যব্রত দোলই, সহ সভাপতি বিশ্বদেব মুখোপাধ্যায়, নাজমূল হক, কার্যকরী সভাপতি অজিত ব্যানার্জি, প্রতিযোগিতা সম্পাদক সমীর মাইতি, কাশীনাথ রাম, সাংস্কৃতিক সম্পাদক অর্ণব বেরা, শুভাশীষ মাইতি সহ সদস্য সদস্যা মন্ডলী। ছাত্রছাত্রীদের শৈল্পিকতার বিকাশের জন্যই এই উদ্যোগ বলে জানান সভাপতি সত্যব্রত বাবু।

আগামী ২২ শে জানুয়ারি প্রতি বিভাগের সফল সেরা ১৫ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে সঙ্গে থাকবে বর্নময় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতার শেষে সকল অভিভাবক ও অভিভাবিকাকে ধন্যবাদ জনান সংস্থার সম্পাদক শ্রী দীপঙ্কর সন্নিগ্রাহী। বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসর সংঘমিত্র নিখিল দাস, কোষাধ্যক্ষ সুব্রত খাঁড়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *